ইভিএমে ভোট দিয়ে স্বস্তি প্রকাশ ভোটারদের

0
482

এম জে ফরাজী : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের সঙ্গে পরিচিত হলো বাংলাদেশের ভোটাররা। খুলনা-২ আসনসহ সারাদেশের মোট ৬টি আসনে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। এতে দ্রুত ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ভোটাররা। আর এটি ‘স্বচ্ছ পদ্ধতি’ বলেও মনে করেন তারা।
খুলনা-২ আসনের ভোট কেন্দ্রগুলোতে এবারের ভোট দেয়ায় অভিজ্ঞতা ভিন্ন-ভোটারদের। লম্বা লাইন নিমেষেই মিলিয়ে যাচ্ছে। নেই দীর্ঘক্ষণ অপেক্ষার যন্ত্রণা। কারণ এবার খুলনা-২ আসনের ১৫৭টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন- ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সকালে ভোট দিয়ে নগরীর খুলনা কলেজিয়েট স্কুল কেন্দ্রের ভোটার খবির হোসেন বলেন, ‘ইভিএম এ ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। খুব সুন্দরভাবে ভোট দিতে পেরেছি। এ পদ্ধতিটা বেশ সহজ। এমনকি মার্কা সিলেকশন করতেও কোনো সমস্যা হচ্ছে না। দ্রুত ভোট দেয়া যাচ্ছে।’
খুলনা টেক্সটাইল মিলস স্কুল কেন্দ্রের ভোটার দীপ্ত কুমার ঘোষ বলেন, ‘জীবনের প্রথমবার সংসদ নির্বাচনে ভোট দিলাম। ইভিএমের মাধ্যমে এত দ্রুত ভোট দেওয়া যাবে এটা ভাবতে পারিনি। ব্যালট পেপারের ঝামেলার চেয়ে ইভিএমে ভোটগ্রহণ অনেক স্বচ্ছ মনে হয়েছে।’
এবারের নির্বাচনে খুলনা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাতজন প্রার্থী। এরা হলেন আওয়ামী লীগের সেখ সালাউদ্দিন জুয়েল, বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, সিপিবির এইচ এম শাহাদৎ, বিএনএফ’র এস এম সোহাগ, জাকের পার্টির এম ইদ্রিস আলী বিল্টু, গণফ্রন্টের মনিরা বেগম ও ইসলামী আন্দোলন’র মো: আ: আউয়াল।