ইতিহাসবিদ রোমিলা থাপারের সিভি চায় জেএনইউ, শিক্ষকদের ক্ষোভ

0
333

খুলনাটাইমস বিদেশ : ইতিহাসবিদ রোমিলা থাপারের অধ্যাপক ইমেরিটাস পদ থাকবে কিনা তা নির্ধারণের জন্য তার জীবনবৃত্তান্ত চাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যায়িত করে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (জেএনইউটিএ) বলেছে, “বর্তমান প্রশাসনের সমালোচনামুখরদের অসম্মান করার পরিকল্পিত প্রচেষ্টা এটা।এ পদক্ষেপ প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি শিক্ষকরা রোমিলার থাপারের কাছে কর্তৃপক্ষকে ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন বলে এনডিটিভির খবরে বলা হয়।সমিতির বিবৃতিতে বলা হয়, ‘জেএনইউতে পড়াশোনার ঐতিহ্যকে অসম্মান করতেই’ রোমিলা থাপারের সঙ্গে এধরনের রূচিহীন যোগাযোগের চেষ্টা করেছে প্রশাসন।“অধ্যাপক রোমিলা থাপারকে অপমান করা আরেকটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।”এতে বলা হয়, রোমিলা থাপারসহ যে কোনো ইমেরিটাস অধ্যাপক আজীবনের জন্য সম্মানসূচক পদটি পেয়েছেন জ্ঞানের সংশ্লিষ্ট শাখায় এবং জেএনইউ গঠনে তাদের অপরিসীম অবদানের জন্য।গত জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ের এক রেজিস্ট্রার এক চিঠিতে অধ্যাপক ইমেরিটাস পদের মেয়াদ বাড়ানো হবে কিনা তা মূল্যায়নের জন্য রোপিলা থাপারকে সিভি জমা দিতে বলেন।২৩ অগাস্ট জেএনইউ নির্বাহী পরিষদের এক প্রস্তাবনায় ইমেরিটাস অধ্যাপক পদের বিধিমালা নিয়ে সিদ্ধান্তের পর থেকে রোমিলা থাপারের সঙ্গে এই যোগাযোগ করা হয়।