ইতিবাচক থাকার চিন্তা করি সব সময় : মিমি চক্রবর্তী

0
273

খুলনাটাইমস বিনোদন: টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। করোনা তাণ্ডবের শুরু থেকে মানুষকে সচেতন করা, অসহায়দের পাশে দাঁড়ানোসহ নানারকম উদ্যোগ গ্রহণ করেন তিনি। এরপর ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে দারুণ ক্ষতিগ্রস্ত হয় পশ্চিমবঙ্গ। এ সময় সর্বাত্মকভাবে সহযোগিতা করতে দেখা যায় এই অভিনেত্রীকে। একজন অভিনেত্রী ও সাংসদ হিসেবে নিজ দায়িত্ব পালন করলেও মানুষ তাকে নিয়ে সমালোচনা কম করেননি। এখনো যেন সমালোচনা তাকে তাড়া করে বেড়ায়। মানুষের এমন কাজে খারাপ লাগে বলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন এই অভিনেত্রী। মিমি চক্রবর্তী বলেনÑআমি যদি বলি, আই ডোন্ট কেয়ার। তাহলে মিথ্যে বলা হবে। কেয়ার করার থেকেও খারাপ লাগে যখন ভাবি, আমার তো কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে পুরো কাজটা করছি। যারা সমালোচনা করেন তাদের জন্য খারাপ লাগে। তারা হয়তো জীবনে এগিয়ে যেতে পারেনি বলে যারা এগিয়েছে বা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের টেনে নামাতে চায়। যখন কোনো নারী সব প্রতিকূলতার বিরুদ্ধে কাজ করতে চায়, তখন এই মিসোজিনিস্ট এবং পেট্রিয়ার্ক সমাজ এমন মন্তব্য করে যার জন্য তার মনোবল ভেঙে যায়। কিন্তু আমার কাজ এগিয়ে যাওয়া, আমি তাই করব। মাঝে মাঝে আপসেট হলে মাকে বলি, আমি আর পারছি না। তবে ইতিবাচক থাকার চিন্তা করি। আমার কাজ আমি করে যাই। দীর্ঘ আড়াই মাস পর কলকাতায় শুটিং শুরু হয়েছে। বিরতি ভেঙে মিমিও নিজের একটি মিউজিক ভিডিওর মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন। ‘আমারও পরানো যাহা চায়’ শিরোনামে রবীন্দ্রসংগীত নিয়ে নির্মিত হয়েছে ভিডিওটি। গানটিতে কণ্ঠও দিয়েছেন মিমি। বৃহস্পতিবার এ অভিনেত্রীর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।