আড়ংঘাটায় দিনের-দুপুরে চুরি : বসত ঘরে আগুন : এলাকাবাসী আতঙ্কীত

0
640

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধিঃ নগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতি বিপ্লব ফকিরের বাড়ীতে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দিনে দুপুরে চুরি সংঘটিত হয়েছে। গত দুই দিনে দুই শিক্ষকের বাড়ীতে চুুরি এবং দিনের বেলায় ঘরে আগুন দেওয়ার মত ঘটনার এলাকাবাসী আতঙ্গিত হয়ে পড়েছে।
জানাগেছে, তেলিগাতি ফকির বাড়ীর কুয়েটের কর্মচারী বিপ্লব ফকির এবং তার স্ত্রী কুয়েট মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঈদা পারভীন প্রতিদিনের মতো গতকাল সকাল পৌনে ৮ টায় তাদের কণ্যা ইথার(১৫)কে পার্শবতি দাদী বাড়ীতে রেখে কর্মস্থলে যান। বেলা ১১ টায় ইথার বাসায় এসে গেটের এবং মূল ফটকের ক্লবসিবাল গেটের তালা খুলে ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন ঘরের মধ্যে দুটি রুমের সকল মালামাল ছড়ানো ছিটানো। খবর পেয়ে সাঈদা এবং তার আত্মিয়স্বজনরা বাড়ীতে এসে দেখেন ঘরের মধ্যে অড্রপে থাকা নগদ ২০ হাজার টাকা, ৫টি স্বর্ণের আংকটি, একজোড়া কানের দুল, একটি লকেট, একটি নাকফুল, সাড়ে ৭ ভরী ওজনের রুপার একটি সেটসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামল নিয়ে গেছে। খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে গত ১১ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে এই এলাকার তেলিগাতি স্কুলের দক্ষিণ পাশে গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষক মোঃ সাইফুজ্জামানের বাড়ীতে দুই দফায় চুরি সংঘটিত হয়। বাড়ীর ছাদ থেকে ময়ুরপঙ্খী, হুমারা সহ উন্নতজাতের প্রায় ৩০/৪০টি কবুতর নিয়ে যায়। যার আনুমানিক মুল্য প্রায় ১৫/২০ হাজার টাকা। এছাড়া একই এলাকার পার্শবতি দিনমজুর সোহরাব শেখের ঘরে ১২ সেপ্টেম্বর বুধবার দুপুর পৌনে ১টায় র্দুর্বৃত্তরা ঘরের জ্বানালা দিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘরের তোষক, বালিশে আগুনে ধরে গেলে পার্শবতিরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। সম্প্রতি সময়ে কয়েকটি ঘটনায় আইন শৃংখলা অবনতিতে এলাকাবাসী আতঙ্গিত হয়ে পড়েছে।