আশ্রয়ণ-২ প্রকল্প: ভূমিহীনদের জন্য কর্মপরিকল্পনা প্রণয়নে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

0
149
আশ্রয়ণ-২ প্রকল্প: অবশিষ্ট ভূমিহীনদের জন্য কর্মপরিকল্পনা প্রণয়নে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা ও অবশিষ্ট ভূমিহীনদের জন্য কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সোমবার (১৪ ফেব্রæয়ারি) ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উক্ত ভিডিও কনফারেন্সে খুলনা বিভাগের আশ্রয়ণ প্রকল্পের আওতায় চলমান কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস। বিভাগীয় কমিশনার প্রান্তে সংযুক্ত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি।
জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা থেকে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার। এছাড়া ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন খুলনা বিভাগের জেলা প্রশাসকবৃন্দ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি)-বৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাবৃন্দ,উপজেলা প্রকৌশলীগণ এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ।