আশাশুনি হাসপাতালে এক সাথে ১১ চিকিৎসকের যোগদান

0
304

মইনুল ইসলাম, আশাশুনি:
আশাশুনি হাসপাতালে এক সাথে ১১ জন চিকিৎসক যোগদান করেছেন। ফলে আশাশুনি হাসপাতালের চিকিৎসক সংকট দীর্ঘদিন পর নিরসন হতে চলেছে। আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসারের ১৪টি পদ আছে। যার মধ্যে ২ জন কর্মরত ছিলেন। বাকী শূন্য ১২টি পদে সরকার ৩৯ তম বিসিএস এ উত্তীর্ণ ১২ জন চিকিৎসক নিয়োগ প্রদান করেন। যাদের ১২ ডিসেম্বরের মধ্যে যোগদানের নির্দেশনা ছিল। নিয়োগপ্রাপ্ত ১২ জনের মধ্যে ১১ জন ইতিমধ্যে যোগদান করেছেন। ১ জন যোগদান করেননি। ফলে হাসপাতালে চিকিৎসক সংকট নিরসন হলো। কনসালটেন্ডসহ সর্বমোট ২১টি পদ রয়েছে হাসপাতালে। সেখানে কিছু পদ শূণ্য থাকলেও সেগুলো না হলেও হাসপাতালে চিকিৎসা সেবা দানের আর কোন সমস্যা থাকছেনা। তবে হাসপাতালে এ্যাম্বুলেন্স না থাকায় চরম সমস্যা রয়েছে। এম্বুলেন্সের অভাবে রোগিদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া টেকনেশিয়ানের পদ শূণ্য থাকায় রোগিদেরকে সাতক্ষীরায় গিয়ে পরীক্ষা নীরিক্ষা করাতে হচ্ছে। এলাকার সতেনমহল সহ সর্বস্তরের মানুষ চিকিৎসক নিয়োগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্য মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সাথে সাথে দ্রুত এ্যাম্বুলেন্স ব্যবস্থাসহ অন্য সংকট দূর করতে জোর দাবি জানিয়েছেন।