আশাশুনি ফিংড়ীতে ২দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা-পুরষ্কার বিতরণ

0
394

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি, খুলনাটাইমস:
সাতক্ষীরা সদর উপজেলায় স্বর্গীয় শিক্ষক দুলাল চন্দ্র দাশের স্মৃতিপদক প্রদান উপলক্ষে ২দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সদরের ফিংড়ী ইউনিয়নের গাভা একেএম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার ও বৃহস্পতিবার ২দিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নির্মলেন্দু দাশ।
এসময় উপস্থিত ছিলেন ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের খুলনা বিভাগীয় সভাপতি সৈয়দ সিরাজুল ইসলাম, সদস্য সচিব সুজ্জল কুমার সিংহ, জেলা সাহিত্য পরিষদ সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, আশাশুনি উপজেলা তাঁতীলীগ সভাপতি এম এম সেলিম রেজা সেলিম, আশাশুনি রিপোটার্স ক্লাব সাংগঠনিক সম্পাদক শেখ বাদশা প্রমুখ। অনুষ্ঠানে স্বর্গীয় শিক্ষক দুলাল চন্দ্র দাশের কৃতি সন্তান বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট নির্মলেন্দু দাশ বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পিতার স্মৃতিপদক প্রদান করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক দীপংকর কুমার বিশ্বাস।