আশাশুনি উপজেলা প্রশাসনের কার্যক্রম চলছে পরিত্যক্ত ভবনে

0
353

মইনুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি, খুলনাটাইমস:
আশাশুনি উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরের কার্যক্রম চলছে পরিত্যক্ত ভবনে। জীবনের ঝুঁকি নিয়ে অফিস পরিচালনা করছেন দপ্তর প্রধান, সহকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার মৎস্য অফিস, সমবায় অফিস, পরিসংখ্যান অফিস, সমাজ সেবা অফিস সহ কয়েকটি সরকারি দপ্তরের কার্যক্রম চলছে পরিত্যক্ত ভবনে। এব্যাপারে অধিকাংশ দপ্তর প্রধান এ প্রতিবেদককে জানান, অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে থাকা, উপজেলা পরিষদের পুরাতন ভবনের দ্বিতীয় তলা থেকে নেমে ৫ থেকে ৭ বছর তারা পুরাতন হলরুমে (বর্তমানে পরিত্যক্ত) তাদের দপ্তরের কার্যক্রম পরিচালনা করে আসছেন। এসকল গুরুত্বপূর্ণ অফিসের অবকাঠামো, দরজা জানালা জরাজীর্ণ, টিনের ছাউনি ভগ্নদশায় পরিণত হয়েছে। অন্যদিকে দপ্তরের অবকাঠামোগত অবস্থা জরাজীর্ণ হওয়ায় পরিত্যক্ত ভবন বলে সংস্কার করাও সম্ভব হচ্ছে না। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এমদাদুল হক বলেন, সাতক্ষীরা জেলার মধ্যে সব চেয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অফিস এটি। ভবনগুলোর ব্যাপারে বিভিন্ন দপ্তরে বহুবার ধরনা দিয়েও কোন কাজ হয়নি। এমতাবস্থায় সুষ্ঠ ও নির্ভয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচলানায় নতুন ভবন পেতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তা আশুহস্তক্ষেপ কামনা করেছেন উপজেলার ঝুঁকিপূর্ণ ভবনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।#