আশাশুনির ৪টি প্রদর্শণী ক্ষেতে নমুনা শস্য কর্তন

0
439

মইনুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) থেকে:
আশাশুনি উপজেলার ৪টি প্রদর্শনী ধান ক্ষেতে নমুনা শস্য কর্তন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ শস্য কর্তনের আয়োজন করে।
কৃষি বিভাগের সহযোগিতায় গোয়ালডাঙ্গা গ্রামের কৃষক গণেশ চন্দ্র গাইন ও হরেন্দ্র নাথ শীল ১ বিঘা করে ২ বিঘা জমিতে স্বল্প জীবনকাল সম্পন্ন লবণাক্ততা সহনশীল ব্রিধান ৭৮ জাতের ধান চাষ করেন। শস্য কর্তন শেষে দেখা গেছে তাদের জমিতে হেক্টর প্রতি ৪.৫ টন করে ধান উৎপাদিত হয়েছে। সোদকনা গ্রামের কৃষক কেসমত সরদার এক একর জমিতে বিনা-৭ ধানের চাষ করেন। তার জমিতে প্রতি হেক্টরে ৪.২ টন ধান উৎপাদন হয়েছে। দুর্গাপুর গ্রামের কৃষক সুভাস চন্দ্র সরদার দেড় বিঘা জমিতে জলমগ্ন সহিষ্ণু ব্রি-৫২ ধানের চাষ করেন। তার জমিতে হেক্টর প্রতি ৪.৫ টন ধান হয়েছে। শস্য কর্তনকালে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, উপ সহকারী কৃষি কর্মকর্তা দীপক মল্লিক, আসাদুল ইসলাম, আরিফুল ইসলাম ও প্রতাপ কুমার মন্ডল ও এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।