আশাশুনির মরিচ্চাপ নদীর ব্রিজ বসে গেছে : ভারী যানবাহন চলাচল বন্ধ

0
488

মইনুল ইসলাম,আশাশুনি:
আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদীর উপর নির্মীত বেইলী সেতুর পাত আবারও বসে গেছে। ফলে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেতুটি দীর্ঘ ৫/৬ বছর যাবৎ চরম ভংগুর অবস্থায় চালু ছিল। তখন জীবন ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারী চলাচল করে আসছিল। অসংখ্য যানবাহন দুর্ঘটনা কবলিত হয়েছিল। বহু মানুষ হতাহত হয়েছিল। অনেকে পঙ্গুত্ব বরণ করে দুর্বিসহ জীবন যাপন করছেন। বহু চেষ্টা-তদবীর ও দেন দরবারের পর ব্রীজটি পুনঃনির্মাণ করা হয়। উদ্বোধনের এক বছর পার হতে না হতেই ব্রীজের মাঝ বরাবর কয়েকটি স্টীলের পাত এক দেড় ফুট বসে গেলে ভারী ও মাঝারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তখন সড়ক ও জনপথ বিভাগ ব্রিজ পুনঃ সংস্কার করেন। কিন্তু তাও দীর্ঘস্থায়ী হলোনা। মাত্র ৫/৬ মাসের মধ্যে আবারও পাত কয়েক ইঞ্চি বসে গেছে। ফলে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম দুর্ঘটনা এড়াতে এবং ব্রীজের ক্ষতি রক্ষার্থে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেন। এক সপ্তাহ বন্ধ থাকার পর গত সোমবার ব্রীজের কাজ করতে পুনরায় একটি দল এসেছেন। কর্মরত শ্রমিকরা জানান, কাজ একটানা করা যাচ্ছেনা। কাজটি পুরোপুরি শেষ করতে অনুমান একমাস সময় লাগতে পারে।