আশাশুনির তিন বেসরকারি ক্লিনিক পরিদর্শন

0
150

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার ৩ বেসরকারি ক্লিনিকের সার্বিক অবস্থা সম্পর্কে খোজ খবর নিতে পরিদর্শন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার ক্লিনিক পরিদর্শন করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সারাদেশে অবৈধভাবে গড়ে ওঠা বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে ঢালাও অভিযানের অংশ হিসাবে সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত এর নির্দেশনা মোতাবেক, আশাশুনির ৩টি ক্লিনিক পরিদর্শন করা হয়। আশাশুনি সদরের রাশিদা ডায়াগোনস্টিক সেন্টার, বুধহাটা কুল্যার মোড়ের বাবলা মেমোরিয়াল ক্লিনিক ও ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে বেসরকারি ক্লিনিক পরিদর্শনকালে ক্লিনিকের কাগজপত্র, পরিস্কার পরিচ্ছন্নতা, অপারেশন থিয়েটার, অটোক্লাভ মেশিন, ল্যাব, বেড সংখ্যা, নার্স ও ডাক্তারদের অবস্থা, লাইসেন্স নবায়ন, ট্রেড লাইসেন্স, কর্মরত জনবলের নিয়োগপত্র, সনদপত্র এবং করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে গৃহীত কার্যক্রমসহ বেসরকারি ক্লিনিক স্বাস্থ্য অধিদপ্তরের রুলস পালন করছে কিনা ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত খোজ খবর ও কাগজপত্র দেখেন। এসময় সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তাফা ও স্বাস্থ্য সহকারী মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।