আশাশুনির কুল্যায় মুরগীর বিষ্ঠায় এলাকা দুষিত!

0
382

মইনুল ইসলাম, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কুল্যা পশ্চিম পাড়ায় মুরগী খামার ব্যবসায়ীর খাম-খেয়ালিপনায় ও অসচেতনতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি না থানায় খোলা জায়গায় মুরগীর খামারের বিষ্ঠায় এলাকা দূষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। দৃষিত বজ্র থেকে মহামারি করোনা ভাইরাসের জীবানু ছড়ানোর আতংকে ভুকছেন কুল্যা গ্রামবাসী এমই অভিযোগ সচেতন মহলের। এছাড়া, এ আতংকে অনেকে গ্রাম ছেড়ে অন্যত্রে চলে যাচ্ছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের ভিত্তিতে সরেজমনি গিয়ে দেখা গেছে, খামার ব্যবসায়ী অরেবিন্দু কর্মকার কুল্যা গ্রামের পশ্চিম পাড়ায় বহুতল ভবনে বয়লা মুরগীর চাষ করছেন।

কিন্তু এসকল মুরগীর বিষ্ঠা ভবন থেকে সরাসরি নিচে খোলা জায়গায় ফেলানোর ফলে পরিবেশ দৃষিত হচ্ছে। ফাঁকা জায়গায় মুরগীর দূষিত বিষ্ঠা ফেলে রাখায় একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ অন্যদিকে সেখানে জন্ম নিচ্ছে মশা, মাছিসহ অসংখ্য জীবানু। এলাকাবাসী জানান, খামার এলাকা থেকে জন্ম নেওয়া মশা মাছির উপদ্রব্যে এলাকায় বসবাসের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে খামার ব্যবসায়ী অরেবিন্দু কর্মকার জানান, আমার পরিবেশের ছাড়পত্রসহ সকল কাগজপত্র আছে। কয়েক দিনের মধ্যেই দৃষিত বিষ্ঠায় ব্লিসিন পাওয়া দিয়ে দুর্গন্ধ মুক্ত করা হবে। এব্যাপারে কুল্যা ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবেশ দূষণ না করার জন্য খামার ব্যবসায়ীকে সতর্কতা করার আশ্বাস দেন। এব্যাপারে কুল্যা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকদেব কুমার সাধু জানান, বিষয়টি আমার জানাছিলো না। তবে পরিবেশ দূষণ করলে উদ্ধর্তন কর্তৃপক্ষের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এমতাবস্থায় মুরগীর দূষিত বিষ্ঠা থেকে জীবানু বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।