আশাশুনির আনুলিয়ায় আশ্রয়ন কেন্দ্রের সুুবিধাভোগীদের পেশা ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন

0
332

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনির আনুলিয়ায় আশ্রয়ন কেন্দ্রের সুুবিধাভোগীদের পেশাভিত্তিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় আনুলিয়ার নাকনা আশ্রয়ন কেন্দ্র হলরুমে উপজেলা প্রশাসনের আয়াজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৪ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন। ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজাবে রহমত, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান প্রমুখ। ১৪ দিন ব্যাপী পেশাভিত্তিক এ প্রশিক্ষণে আশ্রয়ন কেন্দ্রের সুবিধাভোগী ৬০টি পরিবারের ১২০ জন সদস্যদের প্রশিক্ষণ শেষে তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ বিতরণ করা হবে বলে জানাগেছে।