আশাশুনিতে ২৬ বস্তা সরকারি চালসহ ডিলার মুজিবর আটক

0
588

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি দরে বিক্রয়ের) ২৬ বস্তা চাউল কালোবাজারে বিক্রয়ের প্রাক্কালে আটক করা হয়েছে। ডিলার মুজিবরকে গ্রেফতার করা হলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে বড়দল বাজারে এ ঘটনা ঘটে। উপজেলার বড়দল ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি দরে বিক্রয়ের জন্য) ডিলার বড়দল গ্রামের শাহাজ উদ্দিন সানার পুত্র মুজিবর রহমান কার্ডধারীদের চাউল দেওয়ার সময় ২৬ বস্তা চাউল আত্মসাতের লক্ষ্যে গোপনে রেখে দেন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম এর নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করেন। এসময় বড়দল বাজারস্থ শাজাহান গাজীর গুদাম ঘরের মধ্যে হতে ২৬ বস্তা (যাহা সরকারী বস্তা পরিবর্তন করো সাধারণ পাটের বস্তায় ভরা ছিল) চাউল উদ্ধার করা হয়। যার ওজন এক হাজার দু’শত সত্তর কেজি। যার বর্তমান বাজার মূল্য অনুমান ৫০ হাজার আটশত টাকা। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকায় ডিলার মুজিবর সানাকে গ্রেফতার করেন। গুদাম ঘরের মালিক বড়দল গ্রামের মৃত ঈমান উদ্দীন গাজীর পুত্র শাহজাহান গাজীসহ অজ্ঞাতনামা ৪/৫ জন পলাতক রয়েছেন। এব্যাপারে থানার ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ২৫(১)/২৫ঘ ধারায় ১(০৪)২০২০ নং মামলা রুজু করা হয়েছে।