আশাশুনিতে সুস্মিতার ধর্ষক জয়দেবের ফাঁসির দাবিতে মানববন্ধন

0
665

মইনুল ইসলাম, আশাশুনি:
আশাশুনি উপজেলার গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী সুস্মিতা দাশকে ধর্ষণ ও হত্যাকারি জয় প্রকাশ ওরফে জয়দেব সরকারের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আশাশুনি জনতা ব্যাংকের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আশাশুনি সচেতন নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম। উপজেলা আওয়ামীলীগ সংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর পরিচালনায় এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, জেলা কৃষকলীগ সহ-সভাপতি সুবোধ চক্রবর্তী, উপজেলা কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলী, সাবেক তরুনলীগ সভাপতি এস এম ওমর সাকী পলাশ, প্রধান শিক্ষক সামছুরন্নাহার নার্গিস, কামরুন্নাহার কচি প্রমূখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা সুস্মিতার ধর্ষণ ও হত্যাকারি জয় প্রকাশ ওরফে জয়দেব সরকারের দ্রুত ফাঁসির দাবি জানান। মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এবিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দেবনাথ জানান, শিশু সুস্মিতাকে ধর্ষণ ও হত্যার পরে লাশ গুম করার চেষ্টার ঘটনা ঘটার কিছু সময়ের মধ্যেই আমরা ধর্ষক জয়দেবকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সুস্মিতার স্যান্ডেল ও পোশাক উদ্ধার করা হয়। সর্বশেষ ধর্ষক জয়দেবের স্বীকারোক্তিমূলক জবানবন্ধী রেকর্ড ও মামলার ধারা সব কিছুই সুস্মিতার ন্যায় বিচারের পক্ষে। উল্লেখ্য, গত রবিবার রাতে কুল্যা ইউনিয়নের গাবতলা গ্রামের প্রশান্ত দাশের কন্যা গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী সুস্মিতা দাশকে প্রতিবেশি নির্মল সরদারের পুত্র বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্র জয়প্রকাশ ওরফে জয়দেব সরকার কর্তৃক ধর্ষণ ও হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়।