আশাশুনিতে সরকারি সহায়তা পৌছেছে

0
301

মইনুল ইসলাম, আশাশুনি: আশাশুনিতে করোনা ভাইরাসের কারনে ঘরের বাইরে না যেতে ১০ দিনের নিষেধাজ্ঞা থাকায় অসহায় দিন মজুর মানুষের সহায়তার জন্য সরকারি সহায়তা এসে পৌছেছে। দোকান-পাট, কল-কারখানা, যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়া এবং অতীব জরুরী ব্যতীত ঘর থেকে বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে সরকারি ভাবে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। ইতিমধ্যে দু’দিন অতিক্রম হয়ে গেছে। স্বল্প আয়ের মানুষ এবং বিশেষ করে দ্বীন মজুর ও শ্রমিক শ্রেণির মানুষ সংসার নির্বাহে বিপদাপন্ন হয়ে পড়েছেন। এসব মানুষকে চিহ্নিত করে সহায়তা প্রদানের জন্য সরকার উদ্যোগ গ্রহন করেছে। এরই আওতায় জেলা প্রশাসক মহোদয় আশাশুনি উপজেলার জন্য প্রাথমিক ভাবে নগদ ৫০ হাজার টাকা ও ৫ মেঃটন চাউল বরাদ্দ দিয়েছেন। বরাদ্দকৃত চাউল ও টাকা উপজেলা নির্বাহী অফিসারের হাতে রয়েছে। দ্রুত এসব সহায়তা বিতরণ করা হবে বলে জানাগেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান সাংবাদিকদের জানান, ডিসি স্যারের সাথে কথা বলে ইউএনও স্যার বরাদ্দকৃত টাকা ও চাউল বিতরণের ব্যবস্থা নিবেন।