আশাশুনিতে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0
506

মইনুল ইসলাম:
আশাশুনিতে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি মৎস্য সেড চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। মহেশ্বরকাটি আড়ৎদার সমিতি, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ও গ্রামবাসীর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে স্কুল পড়ুয়া ছেলে-মেয়েরা বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পাচ্ছে, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পাচ্ছি, খোলা বাজারে সার পাচ্ছি, ১০টাকা কেজি দরে চাল পাচ্ছি, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ঘরে বসেই স্বাস্থ্য সেবা পাচ্ছি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তার নির্বাচনি ইশতেহারে বলেছিলেন আগামীতে কোন গ্রাম আর গ্রাম থাকবে না, গ্রামকে শহরে পরিণত করা হবে। আর সেটা বাস্তবায়নের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং তা বাস্তবায়ন হচ্ছে। আড়ৎদার সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ ব ম মোছাদ্দেক, প্রভাষক ম. মোনায়েম হোসেন, উপজেলা শ্রমিকলীগ আহবায়ক ঢালী সামছুল আলম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চু। সংবর্ধনা অনুষ্ঠান শেষে খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার কন্ঠ শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।