আশাশুনিতে রাতের আধারে গাছ বিনষ্ট

0
513

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী মৌজায় ১নং খাস খতিয়ানের ৮৪৬ ও ৮৪৭ দাগে প্রায় ৯০শতক জমির কিছু অংশে আগরদাড়ী দক্ষিনপাড়া ইয়াং স্টার ক্লাব কর্তৃক লাগানো কয়েকটি শিশু গাছ গতকাল রাতের আধারে ভেঙে ও দুমড়ে মুচড়ে বিনষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। উক্ত জমিতে পাকিস্থান আমল থেকে বাজার বসতো। বাজারটি ‘কচুয়ার বাজার’ নামে পরিচিত ছিল। ক্লাবের সদস্যদের অভিযোগ, উক্ত জমিটি ইতিপূর্বে দখলবাজরা দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়ে গাছগুলোকে বিনষ্ট করতে পারে। সদস্যরা আরও বলেন, আমরা অনেক কষ্ট করে সরকারী সম্পদ রক্ষা করার জন্য অনেকগুলো শিশুগাছ সেখানে লাগিয়েছি। কিন্তু কে বা কারা বিভিন্ন সময়ে ক্ষতিসাধন করে চলেছেন। তারা বলেন, এখনও দখলবাজরা বিভিন্ন সময়ে এই খাস জমির উপর অবৈধ স্থাপনা তৈরীর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বহু পুরনো বাজারটি যাতে ঐখানে ফিরে আসে ও অবৈধ দখল বাজের হাত থেকে খাস জমিটি রক্ষা পায় ও গাছ বিনষ্ট কারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য যাথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকাবাসী।