আশাশুনিতে “রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা

0
856

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কাদাকাটিতে পবিত্র মাহে রমজানের “রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ জোহর কাদাকাটি কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস সাতক্ষীরা সাংগঠনিক জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাদাকাটি এলাকা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস সাতক্ষীরা সাংগঠনিক জেলা শাখার সভাপতি উপধাক্ষ্য মাও. ওবায়দুল্লাহ গযন্ফর। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস সাতক্ষীরা সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক মাও. শাহাদাৎ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস সাতক্ষীরা সাংগঠনিক জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক মাও.শাহজাহান, কাদাকাটি এলাকা জমঈয়তে আহলে হাদীসের সাধারণ সম্পাদক মাও. আহসানউল্লাহ, কাদাকাটি হলদেপোতা জামে মসজিদের ইমাম হাফেজ হাসান মাহমুদ প্রমূখ। আলোচনা সভায় পবিত্র মাহে রমজানের শিক্ষা, গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।