আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ ব্যবসায়ীকে জরিমানা

0
449

মইনুল ইসলাম:
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার আশাশুনি সদর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার নেতৃত্বে আশাশুনি বাজারের আঃ রশিদের পুত্র হারুন অর রশিদ ও আবু মুছা এবং আফছার উদ্দিনের পুত্র রইচ উদ্দিনের মুদি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় তাদের দোকান থেকে মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অনেকগুলো রাধুনি কোম্পানীর ধনিয়া ও জিরা গুড়ো এবং কনফিডেন্স আয়োডিনযুক্ত লবণ জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল প্রকাশ্যে বিনষ্ট করা হয়। একই সাথে প্রত্যেক ব্যবসায়ীকে ৫০০ টাকা করে মোট ১৫ শত টাকা জরিমানা করা হয়। কোর্ট পরিচালনাকালে সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, সেনেটারী ইন্সপেক্টরের সহযোগি মোক্তারুজ্জামান স্বপন, আশাশুনি থানার এসআই জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।