আশাশুনিতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
330

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে নাশকতা মামলার আসামী ও জামাতের সক্রিয় সদস্য কর্তৃক আওয়ামীলীগ পরিবারের সদস্যের বিরুদ্ধে সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর মিথ্যা ও হয়রানী মূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার বড়দল গ্রামে নিজস্ব বাসভবনে আমজেদ গাজীর ছেলে রেজাউল ইসলাম গাজী লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৯৬ সাল থেকে আমি এবং আমার পরিবারের সদস্য আওয়ামীলীগের সাথে জড়িত। সম্প্রতি পারিবারিক শক্রতার জের ধরে একই এলাকার মোনতাজ গাজীর পুত্র জামায়াতের সক্রিয় সদস্য আব্দুল হাকিম ও তার ভাই নাশকতা মামলার আসামী আব্দুল হামিদ গাজী দুইজন চক্রান্ত করে আমাকে ফাঁসানোর জন্য বিভিন্ন ভাবে ফন্দি ফিকির করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর আমার নামে মনগড়া মিথ্যা ভিত্তিহীন অভিযোগ দায়ের করে। তারা মূলত ২০১৩-১৪ সালের তাদের নামে নাশকতা মূলক অপরাধ কর্মকান্ড ঢাকতে এবং আমার প্রতিবাদী কন্ঠকে স্তব্দ করতে তারা আমার নামে এ মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছে। আমি আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত থাকায় আমাকে এবং আমার দলকে সমাজে হেয় প্রতিপন্ন করতে তারা বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা পুলিশ সুপারের নিকট এ ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানাচ্ছি।