আশাশুনিতে মাধ্যমিক শিক্ষক সমিতির সভা

0
434

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আরিফুল হক, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, সহ-সভাপতি প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডল বক্তব্য রাখেন। সভা চলাকালে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও তাদের প্রতিনিধি সভায় দোয়া প্রার্থনা করে বক্তব্য রাখেন। যাদের মধ্যে সমিতির সাবেক সভাপতি নীলকণ্ঠ সোম, ভাইস চেয়ারম্যান প্রার্থী স ম সেলিম রেজা সেলিম (মাইক), এস এম সাহেব আলী (চশমা), সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী (টিউবওয়েল), মতিলাল সরকার (তালা), এমডি ফিরোজ আহম্মেদ (টিয়াপাখি প্রতীক), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসলেমা খাতুন মিলি (কলস প্রতীক) ও হেনা গাজী (ফুটবল)।