আশাশুনিতে মহান স্বাধীনতা দিবস পালিত

0
959

মইনুল ইসলাম, আশাশুনি:
আশাশুনি উপজেলার নৈকাটি দাখিল মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে মাদ্রাসা চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কাসেম সরদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, সুপার মাওঃ মোঃ ইমদাদুল হক। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, শিক্ষক গনেশ চন্দ্র সরকার ও নুরুজ্জামান।

 

এদিকে উপজেলার বুধহাটা,এন,এস,মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে স্কুল চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান আবম মোছাদ্দেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম। শিক্ষক আব্দুল ওয়াদুদ ও জহির আলম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য মোঃ রেজওয়া আলী, মতিয়ার রহমান, রবিউল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, প্রধান শিক্ষক হুমায়ন কবির রানা, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস ছাত্তার, স্বাস্থ্য কর্মী আবু মুছা প্রমূখ। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক মন্ডলী, ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।