আশাশুনিতে ভোগ দখলীয় জমি জবর দখলের পায়তারার অভিযোগ

0
176

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে ভোগ দখলীয় জমি জবর দখলের পায়তারায় ফসলাদি লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের মৃত. বলাই কৃষ্ণ ব্যানার্জী পুত্র সুকুমার ব্যানার্জী বাদী হয়ে আশাশুনি থানায় অভিযোগ দায়ের করেছে। থানায় লিখিত অভিযোগ সূূূত্রে ও মৌখিকভাবে জানান, দীর্ঘ ২০ বছরের অধিক তার বাড়ী সংলগ্ন ১ বিঘা জমি ভোগ দখলে আছেন। ওই জমি পার্শ্ববর্তী মৃত. ছদর উদ্দীনের পুত্র বাবুল আক্তারকে বর্গাদার হিসেবে ফসলাদি চাষ করার জন্য দিয়েছেন। প্রায় সময় অহেতুক ভোগ দখলীয় ওই জমি জবর দখলের চেষ্টায় বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করে আসছে ওই গ্রামে কার্তিক মুখার্জীর পুত্র সুমন ও পরাশয়, মৃত. জবেদ আলী মুন্সির পুত্র মোস্তাক ও রবিসহ তাদের পরিবার। প্রায় তারা সুকুমার ও বর্গাদার বাবুলকে, জীবন নাশের হুমকি ধামকিসহ ফসলাদি লুটপাট করেই চলেছে। এ ব্যাপারে সাতক্ষীরা জজ আদালতে মামলা চলমান থাকা অবস্থায় আদালত সুকুমার ব্যানার্জী ভোগ দখলে থাকাবস্থায় স্থতিবস্থা বজায় রেখে উভয় পক্ষকে যার যে অবস্থা সে অবস্থানে থাকার নির্দেশনা প্রদান করেন। কিন্তু সুমন মুখার্জী দিং ও মোস্তাক দিংরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় হুমকি ধামকি অব্যহত রেখেছে। এর ধারাবাহিকতায় গত ১২ মার্চ বিকাল সাড়ে ৫ টার দিকে সুমন মুখার্জী দিং ও মোস্তাক দিংরা ক্ষেতে অবৈধভাবে প্রবেশ করে ২ কাদি কলা কেটে নিয়ে যায়। এসময় সুকুমার ও বাবুল মৌখিকভােব বাঁধা প্রদান করতে গেলে তাদেরকে অশ্রাব্য ভাষায় গালি গালাজ ও বাড়ী থেকে দা, শাবল প্রদর্শন করে হুমকি ধামকি দিতে থাকে। এ ব্যাপারে সুকুমার বাদী হয়ে আশাশুনি থানায় অভিযোগ দায়ের করেছে। বর্তমানে সুকুমার ও বাবুল প্রতিপক্ষের ভয়ে ভীত সন্ত্রস্ত ও ব্যাপক নিরাপত্তাহীনতায় ভূগছে বলে তাদের পরিবার সূত্রে জানাগেছে। এ ব্যাপারে সুকুমার ও তাদের পরিবার পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।