আশাশুনিতে বিজ্ঞানমেলায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী

0
192

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষক ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যদিয়ে শেষ হয়েছে। দু’দিনের মেলায় শ্রেষ্ঠ স্টল এর পুরস্কার পেয়েছে, আশাশুনি সরকারি কলেজ (১ম স্থান), আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (২য়) ও কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় (৩য়)। শ্রেষ্ঠ বিজ্ঞান প্রজেক্ট (সিনিয়র গ্রুপ) এর পুরস্কার পেয়েছে, দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুল, “সোলার চালিত নৌযান” (১ম স্থান), আশাশুনি সরকারি কলেজ, “ভ্যাকুয়াল ক্লিনার” (২য় স্থান) ও আশাশুনি সরকারি কলেজ, “আশাশুনির রোল মডেল” (৩য় স্থান)। শ্রেষ্ঠ বিজ্ঞান প্রজেক্ট (জুনিয়র গ্রুপ) এ পুরস্কার পেয়েছে, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, “লাইফাই” (১ম স্থান), মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়, “স্বয়ংক্রীয় ক্লাশ ঘন্টা” (২য় স্থান) ও কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়, “সাশ্রয়ী মূল্যে জ¦ালানী” (৩য় স্থান)।