আশাশুনিতে বাইরে থেকে অবৈধ ভাবে ফিরে আসার হিড়িক

0
319

মইনুল ইসলাম, আশাশুনি প্রতিনিধিঃ
দেশ ব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার লগডাউনসহ এক এলাকা থেকে অন্য এলাকায় যাতয়াতে বিধি নিষেধ আরোপ করেছেন। কিন্তু সেই বিধি নিষেধকে উপেক্ষা করে আশাশুনিতে ফিরে আসা মানুষের আগমনের হিড়িক পড়েছে। এতে করে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দেশের সকল এলাকার সড়ক যোগাযোগ বন্ধ করা হয়েছে। অনেক শহর, জেলা ও এলাকা লকডাউন করা হয়েছে। ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, এম্বুলেন্স ব্যতীত সকল যানবাহন চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এরপরও ঢাকা, নারায়নগঞ্জ, মাদারীপুর, পটুয়াখালী, খুলনাসহ বিভিন্ন জেলা থেকে মানুষ আশাশুনিতে প্রতিদিন আসছে। ইতিমধ্যে কত মানুষ ফিরে এসেছে তার সটিক হিসাব পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন, পুলিশ, ইউপি চেয়ারম্যান, গ্রাম পুুলিশ ও সচেতন এলাকাবাসী যতটুকু জানতে পারছেন ততটুকু প্রকাশ হচ্ছে। কিন্তু তাদেরকে হোম কোয়ারিনটাইন নিশ্চিত করা পুরোপুরি সম্ভব হচ্ছেনা। ইতিমধ্যে ফেসবুক, পত্রপত্রিকা ও প্রশাসনের পক্ষ থেকে কিছু ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। আজও আমরা কয়েকজনের তালিকা তুলে ধরছি। কচুয়া আগরদাঁড়ি স্টার ক্লাব সংলগ্ন মৃত জালাল সরদারের বাড়িতে ঢাকা ইটভাটা থেকে তার দুই জামাই এসেছে। একই স্থানে খলিল সরদারের ছেলে ওবাইদুল ইসলাম দীর্ঘদিন পর খুলনা থেকে, আগরদাড়ি ঈদগাহ সংলগ্ন মৃত হান্নান সরদারের ছেলে রিংকন সরদারও দীর্ঘদিন পর বাড়িতে এসেছে। তারা সকলেই বাড়ি ফিরে হাট বাজার সহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছে বলে জানিয়েছেন তাদের প্রতিবেশীরা। তাদের বাড়িতে এখনও লাল ফ্লাগ দেওয়া হয়নি আরার গোবিন্দপুর গ্রামে আব্দুর রউফ মালির ছেলে আনিসুর রহমান মাদারীপুর থেকে বুধবার সন্ধ্যায় বাড়ি এসেছে, আমজেদ সরদার এর দুই ছেলে ঢাকা থেকে এসেছে, মঞ্জিলা খাতুন এর ছেলে আছাফুর ঢাকা থেকে, নিছারুদ্দীন সরদারের ছেলে আব্দুর রহমান, কার্তিক চন্দ্র দাস, মুনসুর আলীর মেয়ে ও জাহানারা খাতুনের মেয়ে ঢাকা থেকে এসেছে। কাদাকাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডে রাশেদের ছেলে ইমরান, আকিমুদ্দীন সরদারের ছেলে আছিরউদ্দীন, মিজানুর সরদারের ছেলে মোস্তাকিম (সুমন), নজরুল, আমিনুর, ঢাকা ও বিভিন্ন ইটভাটা থেকে ফিরেছে। শুক্রবার সকাল ৬.৩০ টার দিকে ঢাকা থেকে ঢাকা মেট্রো-ট- ১৪- ৭৪১৯ নং ট্রাক ৬০ জনের মত শ্রমিক নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে নামিয়েছে। বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে ১০-১৫ জনের নামিয়ে দিয়ে ট্রাকটি আশাশুনির দিকে চলে যায়। সেসময় স্থানীয়রা ট্রাকের ছবি উঠায়।