আশাশুনিতে বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষনের স্বীকৃতিতে  শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

0
512

মইনুল ইসলাম, আশাশুনি আশাশুনি থেকে:
সারা দেশের ন্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ঐতিহাসিক ভাষন আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়: বিদ্যালয় চত্বর হতে সকাল ১০টায় শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় হয়। প্রধান শিক্ষক বদিউজ্জামান খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক ফজলুল হক, সহকারি শিক্ষক মাওঃ আফসার উদ্দীন, সাবিলুর রাশেদ, নিজামউদ্দীন প্রমুখ। মিত্র তেঁতুলিয়া পি এস এস মাধ্যমিক বিদ্যালয়: সকাল ১০টায় শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ মোঃ গোলাম ইদ্রিসের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এস এম আবু সাদেক, সহকারি শিক্ষক কিশোরী মোহন সরকার, হিরন্ময় কুমার মন্ডল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহাবুদ্দীন সানা, রফিকুল ইসলাম প্রমুখ। কুঁন্দুড়িয় পিএন মাধ্যমিক বিদ্যালয়: সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় হলরুমে আলোচনা সভায় হয়। প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক সুভাস চন্দ্র দাষ, সহকারি শিক্ষক সুব্রত কুমার মন্ডল, জি এম গাউসুল আযম, নিত্যনন্দ ঢালী, তাপস কুমার প্রমুখ। আজিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক ব্রজেন কুমার রায়। হাড়িভাঙ্গা এইচএনএসকেটি হাই স্কুল: উপজেলা সদরের হাড়িভাঙ্গা হাই স্কুল চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিন শেষে স্কুলের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। প্রধান শিক্ষক সুকুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক বেলকা বালা সরকার, আতাউর রহমান, কমল কান্তি মল্লিক প্রমূখ। এ ছাড়া স্কুলের ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহনে রচনা ও কুইজ প্রতিযোগিতা ও প্ররষ্কার বিতরণ করা হয়। আরার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: সাড়ে ১১টায় শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় হয়। প্রধান শিক্ষক ইসমত আরা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক তরিকুল ইসলাম, তানজিলা খাতুন, অনুকুল চন্দ্র দেবনাথ প্রমুখ। বুধহাটা এবিসি কেজি স্কুল: স্কুল চত্বর হতে সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা বের হয়ে বুধহাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় হলরুমে আলোচনা সভায় হয়। ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আশাশুনি রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং অধ্যক্ষ আলমিন হোসেন ছট্টুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সভাপতি এড. শহিদুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি রিপোটার্স ক্লাব দপ্তর সম্পাদক এম এম নুর আলম।