আশাশুনিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন

0
417

আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম দিন ও শিশু দিবস পালন করা হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধ চত্বরে গিয়ে শেষ হয়। পরে স্মৃতি সৌধ পাদদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ হান্নান, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, কামরুন নাহার কচি ও আবুল কালাম কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, একাডেমিক সুপার ভাইজার হাসানুজ্জামান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, অধ্যাপক তৃপ্তিরঞ্জন সাহা, শিক্ষক মোস্তাফিজুর রহমান, সেলিনা আখতার প্রমুখ। সবশেষে বঙ্গবন্ধুর জীবনির উপর কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।