আশাশুনিতে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ৫৮৪৪ জন

0
1224

মইনুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) থেকে :
আশাশুনিতে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৭ এ ৫৮৪৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। যার মধ্যে প্রাথমিক পর্যায়ে ৪৯৩৩ ও ইবতেদায়ীতে ৯১১ জন। পরীক্ষা গ্রহনের সকল প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার শামসুন নাহার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য উপজেলার বিভিন্ন এলাকায় ১৭টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। যার মধ্যে প্রাথমিকের জন্য ১২টি ও ইবতেদায়ী (যৌথসহ) ৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে কামালকাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২২৮ ছাত্র ও ১৯৮ ছাত্রী মোট ৪২৬ জন। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে ৩০৬ ছাত্র ও ৩৪৮ ছাত্রী মোট ৬৫৪ জন। গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসায় ২১৭ ছাত্র ২৪৩ ছাত্রী মোট ৪৬০ জন। দরগাহপুর এসকেআরএইচ মাধ্যঃ বিদ্যালয়ে ১৪৭ ছাত্র ও ১৭০ ছাত্রী মোট ৩১৭ জন। বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে ২৩৯ ছাত্র ও ২৬৭ ছাত্রী মোট ৫০৬ জন। আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ে ২২১ ছাত্র ও ১৯৫ ছাত্রী মোট ৪১৬ জন। মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে ২৩৬ ছাত্র ও ২৩৪ ছাত্রী মোট ৪৭০ জন। ধনিরাম মাধ্যমিক বিদ্যালয়ে ২৩৮ ছাত্র ও ২৭৯ ছাত্রী মোট ৫১৭ জন। বিছট নিউ মডেল মাধ্যঃ বিদ্যালয়ে ২০৭ ছাত্র ও ২৫৬ ছাত্রী মোট ৪৬৩ জন। কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭১ ছাত্র ও ১৭১ ছাত্রী মোট ৩৪২ জন। চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৯ ছাত্র ও ৪৮ ছাত্রী মোট ১০৭ জন। টেংরাখালী আদর্শ শিক্ষা নিকেতনে ১১৯ ছাত্র ও ১৩৬ ছাত্রী মোট ২৫৫ জন। সর্বমোট ২৩৮৮ ছাত্র ও ২৫৪৫ ছাত্রী মোট ৪৯৩৩ জন। ইবতেদায়ী পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে বুধহাটা কলেজিয়েট স্কুলে ৪০ ছাত্র ও ১৮ ছাত্রী মোট ৫৮ জন। গুনাকরকাটি মাদ্রাসায় ২৯ ছাত্র ও ১৪ ছাত্রী মোট ৪৩ জন। দরগাহপুর স্কুলে ১৫ ছাত্র ও ২৩ ছাত্রী মোট ৩৮ জন। বড়দল কলেজিয়েট স্কুলে ৪৯ ছাত্র ও ২১ ছাত্রী মোট ৭০ জন। মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ ছাত্র ও ৩৪ ছাত্রী মোট ৮৪ জন। চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ ছাত্র ও ৭ ছাত্রী মোট ১৬ জন। আশাশুনি আলিয়া মাদরাসায় ১৫৫ ছাত্র ও ১০০ ছাত্রী মোট ২৫৫ জন। চেউটিয়া এসজিএস দাখিল মাদরাসায় ১০৬ ছাত্র ও ১০৮ ছাত্রী মোট ২১৪ জন। প্রতাপনগর আল-আমিন মহিলা মাদরাসায় ৫৭ ছাত্র ও ৭৬ ছাত্রী মোট ১৩৩ জন। সর্বমোট ৫০৯ ছাত্র ও ৪০১ ছাত্রী মোট ৯১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। #