আশাশুনিতে প্রতিপক্ষ কর্তৃক মজিদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

0
287

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগরে আদালতে মামলা চলামান থাকা স্বত্ত্বেও অন্যের ভোগদখলীয় জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে আশাশুনি প্রেসক্লাবে প্রতাপনগর গ্রামের মৃত ছুরাত আলী সরদারের ছেলে আব্দুল মজিদ সাংবাদিক সম্মেলন করেন। লিখিত বক্তব্য ও সাংবাকিদের বিভিন্ন প্রশ্নের জবাবে আঃ মজিদ বলেন, প্রতাপনগর গ্রামের প্রাক্তন ইউপি সদস্য লোকমান গাজী প্রতাপনগর মৌজায় সিএস ৩৫৪ ও এসএ ৫৮৫ খতিয়ানের রেকর্ডীয় মালিক একই গ্রামের মনিরুদ্দিন সরদারের নিকট থেকে ৫/৫/১৯৭৫ তাং ৪৪৩৮ নং কোবালা দলিলের মাধ্যমে ২০ শতক জমি ক্রয় করেন এবং একই গ্রামের ময়নদ্দিন সরদারের নিকট থেকে তার অংশের সাড়ে ৮ শতক জমি ২/১০/৭৪ তাং ৭৩১৬ নং কোবালা দলিলে ক্রয় করে ভোগদখলীকার হয়েন। পরবর্তীতে লোকমান গাজী ২৭/১০/৮০ তাং ১৩৬৪ নং কোবালা দলিলে একই গ্রামের মৃত শামছুল হক চৌধুরীর ছেলে নূরুল হক চৌধুরি (দির্জ) এর নিকট উক্ত খরিদা জমি বিক্রয় করেন। সেই থেকে দীর্ঘ ৪০ বছর যাবৎ তিনি শান্তিপূর্ণ ভাবে উক্ত জমিতে ভোগদখলে আছেন এবং তার নামে বুজারাত ১৯১৩, ডিপি ৯২৪ নং খতিয়ানে সাবেক ৩৬২৫, হাল ৩৮৫৪ দাগে ০৭ শতক, সাবেক ৩৬২৩, ৩৬৩৪, হাল ৪০২১ দাগে .৩৩, সাবেক ৩৬২৫, হাল ৪০২২ দাগে ০৮ শতক, সাবকে ৩৬৬৮, হাল ৪০৮৩ দাগে ১২ শতক ও ৪০৮৬ দাগে ০৯ শতক, সাবেক ৩৫৫৫, হাল ৩৮৫১ তাগে ০৯ শতক মোট ৭৮ শতক জমি রেকর্ড হয়েছে। রেকর্ড প্রিন্টের জন্য ছাপা খানায় প্রেরিত হয়েছে। এদিকে নূরুল হক চৌধুরী গত ২৬/১০/২০১৬ তাং ৩৬০৮ নং কোবালা দলিলে সাবেক ৩৫২৫, হাল ৪০২২ দাগের ১২ শতক ও সাবেক ৩৬৬৮, হাল ৪০৮৩ দাগে ০৯ শতক জমি আজিজ সরদার দিং এর কাছে বিক্রয় করলে ক্রেতারা বাড়ি লাগাতার উত্তর পার্শে তাদের ভিটাবাড়ির সাথে একলপ্তা করে পুস্করিনী খনন, বসত নির্মাণ ও মৎস্য ঘের করে বসবাস ও ভোগদখলে আছেন। কিন্তু মৃত মোরশেদ সরদারের ছেলে আজিজুল ও আঃ জব্বার দিং সহকারী জজ আদালত আশাশুনিতে ২২/০১/১৭ তাং টাকা আমানত পূর্বক ৯/১৭ নং কেস করলে বিজ্ঞ আদালত বাদী পক্ষের পক্ষে রায় প্রদান করেন। বিবাদী আঃ আজিজ দিং উক্ত রায়ের বিরুদ্ধে ৪/৯/১৯ তাং জেলা জজ ও দায়রা আদালতে ৫৯/১৯ নং আপিল কেস করলে বিজ্ঞ আদালত শুনানী শেষে আপিল মঞ্জুর করতঃ ৩/১১/১৯ তাং দিন ধার্য করেন। ধার্য দিনে রেসপন্ডেন্ট বিবাদী জবাব দিলে আদালত ৮/১/২০ তাং শুনানীর দিন ধার্য করেছেন। আদালতে মামলা চলাকালীন রেসপন্ডেন্ট বিবাদীরা এ্যাপিলেট বাদী পক্ষের স্বত্বদখলীয় জমিতে ১৫ ডিসেম্বর বেলা ১১ টার দিকে বেআইনী ভাবে দা, কুড়াল, লাঠিশোটা, বাঁশ চোটা নিয়ে ঘর বাঁধতে গেলে থানা পুলিশকে অবহিত করা হয়। তারা পুলিশের নিষেধ অমান্য করে দখলের চেষ্টা অব্যাহত রাখলে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে ধার্য দিনের রায় মেনে নিয়ে উভয় পক্ষ স্বত্ববান হবেন মর্মে কাজ বন্ধ রাখেন। কিন্তু অবৈধ দখল চেষ্টাকারীরা ষড়যন্ত্রমূলক ভাবে উল্টো মজিদ, আজিজ দিং তাদের ঘেরের বাসা ভাংচুর, লুটপাট, দখল করেছে মর্মে মিথ্যা ও উদ্দেশ্যমূলক প্রচারনা ও পত্রিকায় খবর প্রকাশ করিয়েছে। সংবাদ সম্মেলকারীদের ধারনা প্রতিপক্ষ আদালত অবমাননাকর কর্মকান্ডের মাধ্যমে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। এব্যাপারে তারা আইন প্রয়োগকারী সংস্থা ও আইন আদালতের সহযোগিতা কামনা করেন।