আশাশুনিতে পেট্রোলের আগুনে আহত ২জনের মৃত্যু

0
468

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে পেট্রোলের আগুনে পুড়ে একই পরিবারের ৫ জন আহত হওয়ার ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। জানাগেছে, গত শনিবার দুপুরে উপজেলার বড়দল ইউনিয়নের খোকন মোড়লের স্ত্রী পারুল বেগম (৩৮) ও একই দিন সন্ধ্যায় তার শিশু পুত্র ইদ্রিস (০৬) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গত রবিবার সন্ধ্যায় পারুল বেগমের লাশ গ্রামের বাড়ি নিয়ে এসে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরদিন গত সোমবার সকালে ইদ্রিসের লাশ গ্রামের বাড়ি নিয়ে এসে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঈদের এই আনন্দঘন মুহুর্তে তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, গত ১১/০৬/১৮ ইং সোমবার রাত সাড়ে ৮ টায় উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে গ্রামীন টাওয়ারের পশ্চিম পাশে পুরাতন ভাংড়ী সহ পেট্রোলের দোকানে ড্রাম থেকে পেট্রোল ঢেলার সময় বিদ্যুৎ না থাকায় ল্যাম্পের আগুনে অগ্নিকান্ড ঘটে। এসময় গোয়ালডাঙ্গা গ্রামের অজিয়ার মোড়লের পুত্র খোকন মোড়ল (৪৫) তার স্ত্রী পারুল বেগম (৩৮) দুই ছেলে ইসমাইল (১৬) ইদ্রীস (০৬) মেয়ে মরিয়ম (০৮) আহত হয়।