আশাশুনিতে ডলার চক্রের খপ্পরে পড়ে দেড় লক্ষ টাকা খুইয়েছেন ব্যবসায়ী

0
270

আশাশুনি প্রতিনধি:
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ডলার চক্রের খপ্পরে পড়ে ১ লক্ষ ৪০ হাজার টাকা খুইয়েছেন সাতক্ষীরা সদরের এক ব্যবসায়ী। ঘটনা ঘটেছে, বৃহস্পতিবার বিকালে। কুল্যা ইউনিয়নে ভুয়া ডলার কারবারী চক্রের সদস্যরা বেশ কিছুদিন নীরব থাকার পর আবারও সক্রিয় হয়ে উঠেছে। পুলিশের ব্যাপক তৎপরতায় তারা বেশ কিছুদিন নিশ্চুপ হয়ে ছিলো। এলাকার কোথাও কোন তৎপরতা ছিলনা তাদের। সম্প্রতি তারা নিজেদের নাম পরিবর্তন করে, ভূয়া নাম ব্যবহার করে ডলার ও ভারতীয় রূপী দেওয়ার কথা বলে দূরবর্তীদের সাথে যোগাযোগ শুরু করেছে। ব্যাপক লাভের প্রলোভন দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে থাকে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তারা নিজেদের নাম বাচ্চু, রাজীবসহ বিভিন্ন ভূয়া নাম ব্যবহার করে সদরের আখড়াখোলা-দেবনগরের এক ব্যবসায়ীকে প্রলোভনে প্রলুব্ধ করে। ব্যবসায়ী ঐদিন বিকাল ৫ টার দিকে ডলার চক্রের দেয়া ঠিকানা মহিষাডাঙ্গা হাই স্কুলের পাশে পুজা মন্ডপের কাছে গিয়ে উপস্থিত হন। সামান্য কিছু কথা বলার পরপরই তারা আগত ব্যক্তির কাছ থেকে এক লক্ষ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে “পুলিশ আসছে, পুলিশ পুলিশ, পালাও” এমন বাক্য ছুড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রতারণার শিকার ব্যবসায়ী কিছু বুঝে উঠতে না পেরে কিংকর্তব্যবিমুঢ় হয়ে দাঁড়িয়ে থাকেন। এরপর কাঁদতে কাঁদতে ফিরে যান।