আশাশুনিতে ছেলেধরা গুজবের শিকার হলেন রওশনারা

0
673

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যায় ছেলে ধরা গুজবের বেড়াজালে পড়ে রওশানারা নামের এক সামান্য মস্তিস্ক বিকৃত মহিলা বৃহস্পতিবার সন্ধ্যায় কুল্যার মোড়ে নিগৃহীত হয়েছেন। সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকাসহ পার্শ্ববর্তী উপজেলায় রোহিঙ্গা ছেলে ধরার গুজব ব্যাপক ভাবে বিরাজ করছে। ছেলে ধরার হুজগে এলাকার মানুষের মধ্যে ভীতি সঞ্চারসহ অনেককে সাবধানতা অবলম্বন করতে দেখা যাচ্ছে। গুজবটি যখন সবার মুখে মুখে ব্যাপক আলোচনায় রূপ নিয়েছে, ঠিক তখন ঘটে গেল ছেলে ধরা সন্ধেহে এক মহিলাকে বিড়ম্বনায় পড়ার ঘটনা। বৃহস্পতিবার ইফতারির পর কুল্যার মোড়ে ‘স’ মিলের কাছে বসে ছিল এক অপরিচিত মহিলা। কথাবার্তায় জড়তা, অগোছাল ও বাক্যবিমুখ প্রকৃতির মহিলার আচরণে এলাকায় ছড়িয়ে পড়ে “রোহিঙ্গা ছেলে ধরা” পাওয়া গেছে। মুহুর্তের মধ্যে কয়েক শত মানুষের সমাগম। মনে হয় যে কোন মুহুর্তে মেরে ধরাশায়ী করা হবে। বিষয়টি থানা পুলিশে পৌছলে সাথে সাথে পুলিশ কর্মকর্তা মামুন, শ্যামল কুমার ও বিজন কুমার ঘটনাস্থানে পৌছে পরিস্থিতি সামলে মহিলার পরিচয় জানার চেষ্টা করেন। পরে তার ঠিকানার হদিস পেয়ে শ্রীউলায় যোগাযোগ করে জানাযায়, মহিলার নাম রওশনারা ওরফে আঞ্জুমান আরা (৪০), পিতা আফসার গাজী, গ্রাম মহিষকুড়। তিনি মস্তিষ্ক বিকৃত। বুধবার হতে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফেরেননি। পরে তার পরিবারের লোকজন এসে তাকে নিয়ে যায়। রওশনারা তার ঠাঁই খুঁজে পেলেও ছেলে ধরার গুঞ্জন/গুজব এলাকা ছাড়ছেনা। আসলে এটি ‘সত্যি’ না ‘গুজব’ বিষয়টি এলাকাবাসীর কাছে সঠিক ভাবে পৌছে দিয়ে সচেতনতা সৃষ্টির বিষয়টি আমলে নেওয়া দরকার। অবশ্য পুলিশ প্রশাসন বলছেন, বাচ্চা ধরার কোন বস্তুনিষ্ঠ তথ্য নেই। এটা নিছক একটি গুজব এবং মিথ্যাচার। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। আপনারা গুজবে কান দিবেন না। আশাশুনি থানা এলাকায় এরকম কোন তথ্য নেই। আশাশুনি থানা পুলিশ এ ব্যাপারে শতভাগ সতর্ক আছে।