আশাশুনিতে চোরের উপদ্রব বৃদ্ধি আতংকে এলাকাবাসী

0
500

মইনুল ইসলাম, আশাশুনি:
আশাশুনির বুধহাটায় চোরের উপদ্রব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ছিককে চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় আতংকিত হয়ে পড়েছে এলাকাবাসী। বিশেষ করে উপজেলার বুধহাটা বাজার এলাকায় কয়েক দিনের ব্যবধানে পর পর কয়েকটি স্থানে চুরি সংঘটিত হলেও চোর চক্র রয়ে গেছে ধরা ছোয়ার বাইরে। আশাশুনি থানা পুলিশ চোর চক্রকে ধরতে ব্যর্থ হওয়ায় বসতবাড়ী, মুদি দোকানে চুরির পর আবারও বুধহাটা বাজারের স্বর্ণের দোকানে চুরি সংগঠিত হয়েছে। বুধবার গভীর রাতে বুধহাটা হাইস্কুলের সামনের মার্কেটে আশা জুয়েলার্স এর দোকানে এ ঘটনা ঘটে।
জানাগেছে, আশা জুয়েলার্সের মালিক বুধহাটা গ্রামের নিরাপদ পাইনের ছেলে তপন পাইন প্রতি দিনের ন্যায় বুধবার রাত ৯টার দিকে দোকান তালা বন্দ করে বাড়ীতে চলে যায়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পাশ্ববর্তী দোকানদার তার দোকানের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে মোবাইলে তপন পাইনকে খবর দেয়। তপন পাইন দ্রুত দোকানে গিয়ে দেখে তার দোকানের তালা ভাঙ্গা এবং দোকানের ভিতরে প্রবেশ করে দেখেন যে, দোকানে রক্ষিত সিন্দুক ও আলমারীর তালা ভেঙ্গে চোরের দল সাড়ে তিন ভরি স্বর্ণলঙ্কার সহ নগদ প্রায় ১লাখ ২৫ হাজার টাকা নিয়ে যায়। তবে আশা জুয়েলার্সের পাশের দোকান নিউ মোমিন সুজ দোকানের সিসি ক্যামেরায় চোর চক্রের একজন সদস্য দোকানের সামনের করিডোরে থাকা লাইটগুলো ভাঙতে দেখা গেছে। এমতাবস্থায় বুধহাটা বাজার এলাকায় আইন শৃঙ্খলা আরও জোরদার এবং সংঘবদ্ধ চোরদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বাজারের দোকানদার ও সচেতন এলাকাবাসী।