আশাশুনিতে গ্রাম আদালত সম্পর্কে সচেতনেতা বৃদ্ধিতে কর্মশালা

0
368

মইনুল ইসলাম, (আশাশুনি) সাতক্ষীরা থেকে :
আশাশুনিতে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে ¯ানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমুহের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প ¯ানীয় সরকার বিভাগের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে গ্রাম আদালতের লক্ষ্য-উদ্দেশ্যে ও সম্পর্ক বিষয়ক বক্তব্য রাখেন, ইউএনডিপির ডিএফ এস এম রাজু জাবেদ, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন করেন, ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী সৈয়দা ফরিদা ইয়াছমিন, কর্মশালায় বড়দল ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যা, শিক্ষা অফিসার শামছুন্নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিয়ার রহমান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, ওয়ার্ল্ড ভিশন, উত্তরণ, উন্নয়ন, সাস, সুশীলন, পাথেয়সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী অক্ষয় কুমার সরকার প্রমুখ। সভায় সকল অংশগ্রহনকারী গ্রাম আদালতের কার্যক্রমকে সক্রীয় করতে স্ব-স্ব ক্ষেত্রে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।