আশাশুনিতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা

0
385

আশাশুনি প্রতিনিধি: আশশুনি উপজেলার বড়দল ও কাদাকাটিতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে, ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহযোগিতায়, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ও বাস্তবায়নকারী সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যেগে উভয় ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১ টায় বড়দল ইউনিয়ন পরিষদ হলরুমে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্ল্যার সভাপতিত্বে ও ইউনিয়ন গ্রাম আদালত সহকারী ধনঞ্জয় মন্ডলের সঞ্চালনায় এসময় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুরঞ্জন ঢালী, বড়দল ইউপি সচিব আব্দুল জলিল, খাজরা ইউনিয়ন গ্রাম আদালত সহকারী সহিদুল ইসলাম সহ ইউ পি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে, বৃহস্পতিবার সকাল ১০ টায় কাদাকাটি ইউনিয়ন পরিষদ হলরুমে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন গ্রাম আদালত সহকারী মহেশ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় এসময় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা সহ মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ, ইউপি সচিব, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।