আশাশুনিতে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পন্ন

0
151

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার জাতীয় কাউন্সিলের অনুমোদন বিহীন বেসামরিক গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার (৮ ফেব্রæয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একার্যক্রম সম্পন্ন করা হয়।
৬ ফেব্রয়ারি যাচাই বাছাই কার্যক্রম উদ্বোধন করা হয়েছিল। এদিন উপজেলার বড়দল, শোভনালী, বুধহাটা, কুল্যা ও শ্রীউলা ইউনিয়নের ৫২ জন মুক্তিযোদ্ধাকে এবং ৭ ফেব্রæয়ারি খাজরা ও আশাশুনি সদরের ৫০ জন মুক্তিযোদ্ধার এবং ৮ ফেব্রæয়ারি দরগাহপুর, কাদাকাটি, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নের ৩৪ জন মুক্তিযোদ্ধা, সর্বমোট ১৩৬ জনকে যাচাই বাছাই করার কথা ছিল। কিন্তু ৩ জন মুক্তিযোদ্ধা অনুপস্থিত থাকায় ১৩৩ জনকে যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে রিপোর্ট পর্যালোচনা করে তালিকা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর করিম, সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, ইউএনও প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, সদস্য বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন জেয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন।