আশাশুনিতে উন্নত জাতের হাঁস বিতরণ

0
478

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের আর্থ সামাজিক উন্নয়ন কার্যক্রমে উন্নত জাতের হাঁস বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গণে ইনহেল্ডার প্রোজেক্ট আশাশুনি এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে উপজেলার ৩টি ইউনিয়নের মোট ৫০ জন অপেক্ষাকৃত পিছিয়ে পড়া হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিনামুল্যে ৯টি করে উন্নত জাতের হাঁস বিতরণ করা হয়। হাঁস বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। এসময় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, এপিসি টেকনিক্যাল কো-অরডিনেটর নজির আহমেদ, ফাইন্যান্স কর্মকর্তা রনি মন্ডল, ইনহেল্ডার প্রোজেক্টের প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার, প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম, জুনিয়ার প্রোগ্রাম অফিসার মৌসুমি মজুমদার প্রমুখ। উল্লেখ্য, আশাশুনি সদর ইউনিয়নে ৩০ জন, বড়দল ইউনিয়নে ১৫ জন এবং কুল্যা ইউনিয়নে ৫ জন, মোট ৫০ টি পরিবারের মাঝে ৯ টি করে মোট ৪৫০ টি হাঁস দেওয়া হয়।