আশাশুনিতে আলোর ফাঁদে পোকামাকড় সনাক্ত

0
397

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে ৩৩ ব্লকে আলোর ফাঁদ পেতে পোকা মাকড় সনাক্ত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় একযোগে সকল স্থানে আলোর ফাঁদ স্থাপন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০১৮-১৯ মৌসুমে নির্বিঘেœ রোপা আমন ফসল চাষাবাদে লক্ষে ক্ষতিকর পোকা-মাকড় এর উপস্থিতি সনাক্তকরণে আলোর ফাঁদ স্থাপন করা হয়। এই ফাঁদ ব্যবহার করে খুব সহজেই নির্দিষ্ট পোকার উপস্থিতি সনাক্তকরণের মাধ্যমে কোন কীটনাশক স্প্রে করতে করতে হবে, কোন ব্যবস্থা নিলে ফসলের উৎপাদন ক্ষতির সম্মুখীন হবেনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামিউর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসান ও জি এম অলিউল ইসলাম, এসএপিপিও আঃ গনি বিভিন্ন আলোর ফাঁদ তদারকি করেন। এছাড়া সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ প্রত্যেক আলোর ফাঁদ পেতে কার্যক্রম পরিচালনা করেন। ৩৩টি আলোর ফাঁদে (ক্ষতিকর পোকা) ১৮টি মাজরা মথ, ২১টি পাকা মোড়ানোর মথ, ২৮ টি সবুজ পাতা ফড়িং এবং (উপকারী পোকা) ৬২টি ড্যামসেল ফ্লাই ও ৪১টি ড্রাগন ফ্লাই সনাক্ত করা হয়। এতে দেখা যায় তেমন কোন ক্ষতিকর পোকার উপস্থিতি পাওয়া যায়নি।