আশাশুনিতে আরও ২০৮ জন বিদেশ থেকে এসেছেন

0
293

মইনুল ইসলাম, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাঘাত সৃষ্টির সম্ভাবনা জিইয়ে রেখে বিদেশ থেকে আরও ২০৮ ব্যক্তি এসে পৌছেছে। তাদেরকে হোম কোয়ারেনটাইন নিশ্চিত করতে সকলকে সতর্কতার সাথে কাজ করা প্রয়োজন। করোনা ভাইরাস শুরুর পরে ১ম দফায় ৮৯৩ জন বিদেশ থেকে আশাশুনিতে এসেছিলেন। তাদেরকে হোম কোয়ারেনটাইনে রাখতে প্রশাসন ব্যাপক প্রচেষ্টা চালান। এরই মধ্যে ১৮ মার্চ হতে ২৮ মার্চ পর্যন্ত ১১ দিনে আরও ২০৮ জন বিদেশ থেকে আশাশুনিতে ফিরেছেন। এর মধ্যে শোভনালী ইউনিয়নে ২২ জন, বুধহাটা-১৭ জন, কুল্যা-৬ জন, দরগাহপুর-৭ জন, বড়দল-৪৫ জন, আশাশুনি সদর ৩৭ জন, শ্রীউলা-১০ জন, খাজরা-৩১ জন, আনুলিয়া-০৭ জন, প্রতাপনগর-১১ জন ও কাদাকাটি ইউনিয়নে ১৫ জন ফিরে এসেছেন। প্রশাসন এদেরকে হোম কোয়ারেনটিনে রাখতে কড়া পদক্ষেপ নিয়েছেন। স্ব স্ব ইউনিয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে ইউপি চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশসহ সকলের দায়িত্ব পালন করা খুবই জরুরী বলে সচেতন মহল মনে করেন।