আশাশুনিতে অসীমা রাণী স্মৃতি বৃত্তি পরীক্ষা ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

0
539
মইনুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা)প্রতিনিধিঃ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের দক্ষিণ কাদাকাটি কালীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সকাল ১০.৩০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত অসীমা রাণী স্মৃতি পাঠাগার ও কাদাকাটি যুব কমিটির আয়োজনে অসীমা রাণী স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। কাদাকাটি,কুল্যা ও দরগাহপুরের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬ জন সমাপনী শিক্ষার্থীদের অংশগ্রহনে উক্ত পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন দক্ষিণ কাদাকাটি কালীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবীন চন্দ্র মন্ডল ও হল সুপার ছিলেন কাদাকাটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকলাছুর রহমান। পরীক্ষা শেষে দুপুর ২ টায় ফলাফল ঘোষণা,আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাদাকাটি আরার মাধ্যামিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, অসীমা রাণী স্মৃতি পাঠাগারের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির আহবায়ক দিলীপ কুমার মন্ডলের সভাপতিত্বে ফলাফল ঘোষনা করেন হল সুপার ইকলাছুর রহমান। অসীমা রাণী স্মৃতি পাঠাগারের সদস্য মাছুম বিল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাদাকাটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি দিপংকর সরকার। এসময় কুল্যা ইউনিয়ন আ’লীগ সম্পাদক আবু সাঈদ ঢালী,সাবেক প্রধান শিক্ষক দূর্গাপদ মন্ডল,শিক্ষক মনোরজ্ঞন মন্ডল,নজরুল ইসলাম,রামপ্রসাদ মন্ডল,সমাজসেবক তুহিনউল্লাহ তুহিন,মেম্বর রফিকুল ইসলাম পান্না, শাশ্বতী রাণী সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ,শিক্ষকবৃন্দ,অবিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে নগদ অর্থ ও পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
3 attachments