আল্পনার রঙে রঙিন ঢাকা

0
1073

পহেলা বৈশাখের প্রাক্কালে গত ১৩এপ্রিল রাতে ঢাকার মানিক মিয়া এভিনিউতে হয়ে গেলো এশিয়াটিক ইএক্সপি আয়োজিত evRvi আল্পনায় বৈশাখ ১৪২৫”| রাত১১টা থেকে শুরু হয়ে ১৪ই এপ্রিল ভোর পর্যন্ত চলা এই আল্পনা অংকনের অনুষ্ঠানটিতে রাজপথে অংশ নেয় ৬৫০জন শিল্পীবর্গ এবং রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার শিক্ষার্থী এবং সংস্কৃতিমনা জনসাধারণ । উল্লেখ্য, এইবারের আল্পনার নকশাটি করেন প্রখ্যাত চিত্রকর মোঃ মনিরুজ্জামান|

এর আগে আল্পনাউৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জাতীয় সংসদের স্পীকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি এবং বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর পক্ষ হতে রূপালী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক;  আয়োজক এশিয়াটিক এর পক্ষ হতে ইরেশ যাকের, এমডি, এশিয়াটিক ইএক্সপি এবং ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা কেদার লেলে|

বার্জারপেইন্টস এর পৃষ্ঠপোষকতায়, এশিয়াটিক ইএক্সপি ষষ্ঠবারের মতো এই আল্পনা অনুষ্ঠান আয়োজন করেছে। আর সহযোগিতায় ছিল সার্ফ এক্সেল, যাদের সৌজন্যে প্রথমবারের মত এবার ছিল শিশু-কিশোরদের আল্পনা আঁকার বিশেষ ব্যবস্থা সার্ফ এক্সেল মাঠ শালা” ।