আলীম জুট মিল শ্রমিক কর্মচারিদের মধ্যে জেলা প্রশাসকের খাদ্যসামগ্রী বিতরণ

0
376

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি:
প্রাণঘাতি করোনার ভাইরাসের প্রভাবে মিল বন্ধ থাকায় এবং বেতন মুজুরী না পাওয়ায় শ্রমিক পরিবারের মাঝে চরম খাদ্যসংকট দেখা দেয়। এলক্ষ্যে আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রয়াত্ব আলীম জুট মিলের ১৫’শ শ্রমিক কর্মচারীদের মধ্যে রবিবার দুপুর ১২টায় আলীম জুট মিলস মাঠে শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র ও খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আঃ খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানা, খুলনা শ্রম অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, খুলনা মহানগর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বেগ লিয়াকত আলী,খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, আলীম জুট মিল সিবিএ সাধারণ সম্পাদক সরদার আঃ হামিদ। উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস,মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা জান্নাতুল ফেরদাউস , মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন , শেখ জাকারিয়া, বাবুল রেজা প্রমুখ। মিলের ১ হাজার ৫’শ চার শ্রমিককে ৭ কেজি করে চাল ও সবজির প্যাকেট বিতরণ করা হয়।