আ’লীগ ক্ষমতায় থাকলে দক্ষিণাঞ্চল তথা দেশের সামগ্রিক উন্নয়ন হয়

0
539

খুলনা টাইমস প্রতিবেদক : মহানগর আওয়ামী লীগ সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, ‘দক্ষিণাঞ্চলের উন্নয়নে বর্তমান সরকারের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দক্ষিণাঞ্চল তথা দেশের সামগ্রিক উন্নয়ন হয়।’
শুক্রবার বাদ আছর নগরীর ইউনাইটেড ক্লাবে শেখ হেলাল উদ্দীন এমপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন।
তালুকদার আব্দুল খালেক বলেন, ‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, গেল খুলনা সিটি কেসিসি নির্বাচনে খুলনার উন্নয়নে দলমত নির্বিশেষে খুলনাবাসী আমাকে ভোট দিয়েছেন।’
বিজেএমইএ’র সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মুর্শেদী শুভেচ্ছা বক্তৃতা বলেন, ‘আমাদের খুলনা। আর এ খুলনার সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সম্মিলিতভাবে কাজ করতে চাই।’
জমকালো পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটিজ’র সভাপতি নগর আওয়ামী লীগ সহ-সভাপতি কাজি আমিনুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ম-সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আকতারুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক এড. ফরিদ আহমেদ, নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাস, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফকির মোঃ সাইফুল ইসলাম, নগর যুবলীগের আহ্বায়ক এড. সরদার আনিছুর রহমান পপলু, নগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাফেজ মোঃ শামিম, ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর গোলাম মওলা শানু, জেড এ মাহমুদ ডনসহ বিভিন্ন শ্রেণি ও পেশাজীবি লোক উপস্থিত ছিলেন।