আ’লীগের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি: আমিনুল ইসলাম মুন্না

0
318

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একান্ত সাক্ষাৎকারে খুলনা সিটি কর্পোরেশরে প্যানেল মেয়র ও খুলনা মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না বলেন আওয়ামীলীগের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি।
তিনি আরো বলেন ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার স্বামীবাগে কে এম দাস লেনের রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে গঠন করা হয় তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। ১৯৫৫ সালে এই দল ধর্মনিরপেক্ষতাকে আদর্শ হিসাবে গ্রহণ করে। দলের নামকরণ হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ।’ আওয়ামী লীগের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করেন। সেই ৬ দফা আন্দোলনের পথ বেয়েই ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচনে বাঙালির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ ও ৭১-এর মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সফল নায়ক ছিলেন তৎকালীন আওয়ামী লীগ সভাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার পর ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার করা হয়। ১৯৮১ সালে দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরতে সক্ষম হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৬ সালে তার নেতৃত্বেই ২১ বছর পর সরকার গঠন করে আওয়ামী লীগ। ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে আবার সরকার গঠন করে দলটি। তখন থেকে টানা তিন মেয়াদে সরকারে রয়েছে আওয়ামী লীগ। তিনি আরো বলেন আওয়ামীলীগ সরকার ১২ বছরে যে অভাবনীয় উন্নয়ন করেছে তা বলে শেষ করা যাবেনা। বিশেষ করে আমাদের এই অঞ্চল অবহেলিত ছিল। বিগত কোনো সরকার আমাদের অঞ্চলে তেমন কোনো উন্নয় করেনি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরে আমাদের অঞ্চলে বিশেষ করে পদ্মা সেতুসহ খুলনাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। রেলস্টেশন, ক্রিড়া কমপ্লেক্স, হাসপাতাল, রাস্তাঘাটসহ অভাবনীয় উন্নয়ন হয়েছে। এছাড়াও করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে প্রতিটা অসহায় দরিদ্র মানুষের ঘওে খাবার পৌছে দেওয়া হয়েছে। কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি খাবার পৌছে দেওয়া হয়েছে। পর পর দুই ঈদে ২৫শ’ করে টাকা দেওয়া হয়েছে। এছাড়াও কয়েক হাজার ভৃমিহীনদেও জমিসহ ঘর দিয়ে আওয়ামীলীগ সরকার। ইতিহাসে একসাথে সরকারি উদ্যোগে ৫৬০টি মডেল মসজিদ করে দিচ্ছে প্রাধানন্ত্রী। সর্বপরি মাননীয় প্রধানমন্ত্রী পিতার সোনার বাংলাদেশ গড়ার সপ্নকে বাস্তবায়নের দাড় প্রান্তে নিয়ে এসেছেন। সবশেষে তিনি সবাইকে সবাইকে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দ জানান ও করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।