আর্সেনালের নতুন কোচ হলেন আর্তেতা

0
273

খুলনাটাইমস স্পোর্টস : আর্সেনালের সৌভাগ্য ফিরিয়ে আনার জন্য অবশেষে নতুন হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মিকেল আর্তেতা। সাড়ে তিন বছরের জন্য আর্সেনালের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন আর্তেতা। গত মাসে বহিষ্কৃত কোচ উনাই এমেরির স্থলাভিষিক্ত হলেন তিনি। গানার্সদের হয়ে ২০১১-১৬ সাল পর্যন্ত ১০০রও বেশী ম্যাচ খেলেছেন ৩৭ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। পেপ গার্দিওলার সহকারী হিসেবে তিনি ম্যানচেস্টার সিটিতে তিন বছর কাজ করেছেন। প্রিমিয়ার লিগে গত ১২ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে আর্সেনাল। ১৭ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ম স্থানে থাকা আর্সেনালের হয়ে আর্তেতা চ্যালেঞ্জটা হবে দারুন কঠিন। তারপরেও গানার্সদের দায়িত্ব পেয়ে দারুন খুশী এই সাবেক মিডফিল্ডার এক বিবৃবিতে বলেছেন, ‘এটা আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি। আর্সেনাল বিশ্বের অন্যতম বড় একটি ক্লাব। আমাদের এখন শিরোপা লড়াইয়ের জন্য নিজেদের ফিরিয়ে আনতে হবে। ক্লাব মালিক, পরিচালক ও সিনিয়র সদস্যদের সাথে এ বিষয়ে আমার স্পষ্ট আলোচনা হয়েছে। তারা সবাই একমত যে কিছু অর্জন করতে হলে এখনো আমাদের অনেক কাজ করতে হবে। সেগুলো করার ব্যপারে আমি আত্মবিশ্বাসী। যদিও কোনকিছুই রাতারাতি অর্জন সম্ভব নয়। বর্তমান দলটিতে অনেক প্রতিভা আছে। বিশেষ করে তরুনদের নিয়ে আমি আশাবাদী, শুধুমাত্র সঠিক পরিকল্পনার প্রয়োজন।’ আর্সেনালের হেড অফ ফুটবল রাউল সানলেহি বলেছেন আর্তেতার সাথে চুক্তি চূড়ান্ত করার আগে আরো কয়েকজন শীর্ষ সারির প্রার্থীর সাক্ষাতকার নেয়া হয়েছে। শেষ পর্যন্ত সিটিকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে আর্তেতার সাথে দীর্ঘ চুক্তি করতে সমর্থ হয়েছে গানার্সরা। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালকে ফিরিয়ে আনাই হবে আর্তেতার মূল চ্যালেঞ্জ। বর্তমানে লিগে চতুর্থ স্থানে থাকা চেলসির তুলনায় সাত পয়েন্ট পিছিয়ে আছে আর্সেনাল। সে কারনে কাজটা একেবারে কঠিন কিছু নয় বলেই সংশ্লিষ্টদের মত।