আমিরাতে জনতা ব্যাংকের এটিএম সেবা চালু

0
601

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি পতাকাবাহী প্রতিষ্ঠান জনতা ব্যাংকের সব শাখায় গ্রাহকদের জন্য এটিএম সুবিধা চালু করা হয়েছে।

বৃহস্পতিবার সমকালকে এ তথ্য জানান আবুধাবি জনতা ব্যাংকের সিইও মোহাম্মদ আমিরুল হাসান।

তিনি বলেন, ‘গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে জনতা ব্যাংকের এটিএম কার্ড সুবিধা চালু করা হয়েছে। এ পর্যন্ত ২শ’ থেকে ৩শ’ জন গ্রাহককে আমরা কার্ড প্রদান করেছি। এই কার্ড আরব আমিরাতের সর্বাধুনিক। বিশ্ববিখ্যাত এই ভিসা কার্ডের মাধ্যমে গ্রাহকরা এটিএম বুথের সাহায্যে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন। এটিএম কার্ড পরিষেবা প্রবাসীদের দীর্ঘ দিনের দাবি ছিল। এতে করে জনতা ব্যাংকের মাধ্যমে লেনদেন বহুগুণ বাড়বে ।

গ্রাহক সুবিধার কথা উল্লেখ করে তিনি আরও জানান, জনতা ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের উৎসাহিত করতে আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর বিনা খরচে রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা।

আরব আমিরাতের আবুধাবি, দুবাই, শারজা ও আল আইন এই চারটি শাখায় প্রবাসীরা এই সুযোগ গ্রহণ করতে পারবেন উল্লেখ করে তিনি প্রবাসীদের জনতা ব্যাংকের মাধ্যমে লেনদেনের আহ্বান জানান।