আমার বাবা

0
658

আল মামুন

আমার বাবা একজন সুপার ম্যান, আমার বাবা একজন আয়রন ম্যান,আমার বাবা পৃথিবীর সব থেকে ত্যাগী মানুষ যার কাছে আমি চিরঋণী । আমার বাবাকে আমি দেখেছি ঈদ এলে পরিবারের সকলের জন্য সব  কিছু কিনতো, নিজের জন্য কিছুই কিনতো না, মধ্যবিত্ত পরিবারে যা হয়।

যদি বলা হত বাবা তুমি নতুন জামা বানাবে না বাবা এক গাল হেসে বলতেন আমার তো গত বছরের নতুন জামা আছে খামাখা আবার বানিয়ে কি লাভ।

আমি জানি যার পরিবারে বাবা নেই তার ঈদ কেমন হয়। শুধু ঈদ নয় প্রতিটি, মুহুর্ত বাবা শুধু ত্যাগ করে যান।

 

বাবার অভাব অপূরণীয়। পৃথিবীর সকল বাবা-রা হলেব সব থেকে ত্যাগী, জানি না আল্লাহ তাদের কি দিয়ে বানিয়েছেন।

কতটুকু ত্যাগী না হলে সকলের জন্য নতুন কাপড়, জুতা কিনে, নিজে গত বছরের তুলে রাখা জামা, আর পুরাতন জুতা সেলাই করে হাসি মুখে ঈদ কাটিয়ে দেন।

শত ব্যাথায় ও যার হাসি মুখ মলিন হয় না। শত আঘাতে যার কন্ঠ কখনও কর্কশ হয় না।

 

বাবা একটি নাম, একটি ভালবাসা একটি ইতিহাস,

বাবা তোমাকে অনেক ভালবাসি।

কতটা ভালোবাসি বোঝাতে পারব না।

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা।

 

পৃথিবীর সকল বাবাকে, বাবা দিবসের শুভেচ্ছা

কোন দিবস নয়।

প্রতিটি মুহুর্ত হোক ভালবাসার।