আবু নাসের হাসপাতালে আইসিইউ এবং সিসিইউ যন্ত্রপাতি সমৃদ্ধ অত্যাধনিক কার্ডিয়াক এ্যাম্বলেন্সের উদ্ধোধন

0
434

নিজস্ব প্রতিবেদক:
খুলনা শহীদ শেখ আবু নাসের হাসপাতালে আইসিইউ এবং সিসিইউ যন্ত্রপাতি সমৃদ্ধ একটি অত্যাধনিক কার্ডিয়াক এ্যাম্বলেন্স সংযোজন করা হয়েছে। মঙ্গলবার এ্যাম্বুলেন্সটি রোগী পরিবহনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন শেখ হেলাল উদ্দিন এমপি।
স্বাস্থ মন্ত্রনালয়ের স্বাস্থ বিভাগ কর্তৃক সরবরাহকৃত এ অত্যাধনিক এ্যম্বুলেন্সটি ভিতরে ইসিজি, অক্সিজেন, রোগীর কার্ডিয়াক মনিটরিং, রোগীকে সাকশান দেয়া এবং প্রয়োজনে রোগীকে কারেন্ট (ডিসি) শক দেয়ার ব্যাস্থা রয়েছে বলে হাসপাতালের পরিচালক ডাঃ, প্রফেসর বিধান চন্দ্র গোস্বামী জানান। এ্যাম্বুলেন্সটি এয়ার এ্যম্বুলেন্সের চেয়ে কোন অংশে পিছিয়ে নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। শেখ হেলাল উদ্দিন এমপির উদ্ধোধন করার পর রোগী সেবা প্রদান করা শুরু হয়েছে। উদ্ধোধনি অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ডাঃ. বিধান চন্দ্র গোস্বামীর সভাপতিত্বে ও ডাঃ কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনঅ ২ আসনের এমপি শেখ সালাউদ্দিন জুয়েল, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, কাজী আমিনুল হক, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ. এস,এম মোর্শেদ, প্রশাসনিক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, আ’লীগ নেতা আলহাজ্ব আশরাফুল ইসলাম, এ,কে,এম সানাউল্যা নান্নু, আলহাজ্ব মনিরুল ইসলাম বাশার, এ্যাড সাইফুল ইসলাম, ফকির সাইফুল ইসলামসহ অসংখ্য নেতা কর্মী এ সময় উপস্থিত ছিলেন।