আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে ৯ জনের মৃত্যু

0
186
Army Sgt. Christian Ladd, a combat medic assigned to 2nd Battalion, 1st Security Force Assistance Brigade, and two Afghan soldiers wait for an Mi-17 to land, May 8, 2018, during a medical evacuation exercise hosted by Soldiers from the 2nd Battalion, 1st Security Forces Assistance Brigade at the Regional Military Training Center-Kandahar in Kandahar, Afghanistan. (U.S. Army photo by Staff Sgt. Neysa Canfield/TAAC-South Public Affairs)

টাইমস ডেক্স :আফগানিস্তানের মধ্যাঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলে নয়জনের প্রাণহানি ঘটে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
বুধবার রাতে ওয়ারডাক প্রদেশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, যেখানে আফগান বাহিনী ও স্থানীয় মিলিশিয়াদের মধ্যে তীব্র লড়াই চলে আসছে।
বিধ্বস্ত হেলিকপ্টারটির চার ক্রু সদস্য ও নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়, মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
ওয়ারডাক প্রদেশের গর্ভণের মুখপাত্র মহিবুল্লাহ শরিফি হেলিকপ্টার বিধ্বস্তের খবর নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
উল্লেখ্য আফগানিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনা খুবই সাধারণ একটি ঘটনা। কারিগরী ত্রুটি কিংবা জঙ্গিদের হামলায় এসব দুর্ঘটনা ঘটে থাকে।